×

খেলা

পাঞ্জাবকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল কলকাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১০:১৫ পিএম

পাঞ্জাবকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল কলকাতা

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শনিবার রাতে আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে ২ রানে জেতায় আনন্দে মাতোয়ারা কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড়রা

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শনিবার রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে ২ রানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানের বিনিময়ে পাঞ্জাব ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয়। ফলে ২ রানে জয় পায় দিনেশ কার্তিক বাহিনী। এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে শাহরুখ খানের দল। এ ম্যাচে পাঞ্জাবের হয়ে ৭৪ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ হাফসেঞ্চুরি। ৩৮৭ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। ১৪ রানের মধ্যই ২ উইকেট হারায় তারা। ওপেনার শুভমান গিল প্রান্ত ধরে রেখে খেলতে থাকলেও মরগান ২৪ এবং নিতিশ রানা ২ রান করে বিদায় নেন। এরপর দিনেশ কার্তিককে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন গিল। ৪৭ বলে তিনি ৫৭ রান করে রানআউটের শিকার হন। রাসেলও ৫ রানে আউট হলে উইকেটে নামেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ২৯ বলে ৮ চার ও ২ ছয়ে দিনেশ কার্তিকের ৫৮ রানের বদৌলতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে কলকাতার রান হয় ১৬৪। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট পান মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এবং রবি বিষ্ণু। জবাবে ওপেনিং জুটিতেই ১১৫ রান তুলে পাঞ্জাব। দুজনই পূর্ণ করেন হাফসেঞ্চুরি। এ সময় মায়াঙ্ক আগরওয়াল ৫৬ রান করে প্রাসিধ কৃষ্ণার বলে প্যাভিলিয়নে ফেরেন। ৩৯ বলের তার ইনিংসটি ৬টি চার ও ১টি ছয়ের মারে সাজানো ছিল। এরপর জয়ের দ্বারপ্রান্তে গিয়ে আউট হন রাহুল। ৫৮ বলে তিনি করেন ৭৪ রান। রাহুলের ইনিংসটি ৬টি চারের মারে সাজানো ছিল। এরপর ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গেøন ম্যাক্সওয়েল। তবুও শেষ পর্যন্ত আর জয়ের দেখা পায়নি পাঞ্জাব। কলকাতার হয়ে ৩টি উইকেট পান প্রাসিধ কৃষ্ণা। দুটি উইকেট নেন সুনিল নারাইন। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত সবার শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। ২ পয়েন্ট নিয়ে পাঞ্জাবের অবস্থান টেবিলের তলানিতে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App