×

সারাদেশ

গৃহবধুকে ধর্ষণ চেষ্টা, মীমাংসার নামে ঘটনা ধামাচাপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৬:৪৯ পিএম

গৃহবধুকে ধর্ষণ চেষ্টা, মীমাংসার নামে ঘটনা ধামাচাপা

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে এক গৃহবধু (১৯) কে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মীমাংসার নামে গ্রাম্য শালিসে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে গ্রামের মাতাব্বর প্রধানরা। ঘটনাটি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াতা কুঞ্জশাইল গ্রামের আনোয়ার হোসেন মল্লিকের ছেলে আব্দুল আলিম মল্লিক (৩০) বৃহস্পতিবার সকাল অনুমান ১০টায় এক গৃহবধুর (১৯) বাড়িতে কীটনাশক ওষুধ স্প্রে মেশিন নেয়ার অজুহাতে প্রবেশ করে। এ সময় গৃহবধুর কাছে মেশিন চাইলে না দেয়ায় ফিরে আসে আলিম। এরপর আবারো কয়েক মিনিটের মাথায় ওই গৃহবধুর বাড়িতে ঢোকে কাঁথা শেলাইরত অবস্থায় একা পেয়ে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধু ধস্তা-ধস্তির একপর্যায়ে ছিটকে ফেলে দিয়ে বটি নিয়ে আক্রমণ করতে গেলে দৌড়ে পালিয়ে যায় আলিম। এ ঘটনায় শুক্রবার রাতে ওই গ্রামের সখিন উদ্দিনের বাড়ির খলিয়ানে গ্রাম্য শালিস বসে। শালিসে গৃহবধুর অভিযোগ প্রমাণিত হলে এবং আলিম স্বীকার করলেও মাতাব্বর প্রধানরা আলিমকে দিয়ে গৃহবধুর হাত ধরে ক্ষমা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ সময় সুষ্ঠু বিচার না হওয়ায় গৃহবধু শালিস প্রত্যাখান করে চলে যায়। এ ব্যাপারে গৃহবধু জানান, আলিম আমাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে। এ সময় আমি ফসকে গিয়ে বটি নিয়ে আক্রমণ করলে আলিম দৌড়ে পালিয়ে যায়। ঘটনা বৈঠকে জানিয়েছি এবং আলিম তা স্বীকারও করে নিয়েছে। এরপরেও মাতাব্বররা সুষ্ঠু বিচার না করে শুধু হাত ধরে মীমাংসা করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। গৃহবধুর শ্বশুর জানান, বিচার সন্তোষজনক না হওয়ায় আমরা তা প্রত্যাখান করে চলে এসেছি। সুষ্ঠু বিচার পেতে থানায় মামলা করা হবে। এ ব্যাপারে আলিমের বাবা আনোয়ার হোসেন বলেন, বৈঠকে ছেলেকে চর-থাপ্পর মেরে গৃহবধুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তারপরও তারা মানেনি। শালিসের সভাপতি ফয়জুল ইসলাম বলেন, গৃহবধুর অভিযোগ আলিম স্বীকার করে নিলে হাত ধরে মীমাংসার চেষ্টা করেছি। রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ জানায়নি বা অভিযোগ দেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App