×

সারাদেশ

কালাইয়ে পৌর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০২:৪৭ পিএম

কালাইয়ে পৌর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন

আনিছুর রহমান তালুকদার।

জয়পুরহাটের কালাই পৌর উপ-নির্বাচনে নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার। শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি।

অভিযোগ করে আনিছুর রহমান বলেন, সবগুলো কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর লোকজন ভোটারদের ভোট দিতে বাধা দিয়ে নিজেরাই নৌকা মার্কায় ভোট দিচ্ছেন। প্রশাসনকে জানালে তারা কোনো পাত্তাই দিচ্ছেন না। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজস করে তৌফিকুল ইসলাম বেলালের পক্ষে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে পদটি শূন্য হয়। কালাই পৌরসভার পৌর উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও ধানের শীষ প্রতীক নিয়ে আনিছুর রহমান তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৫২১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App