করোনার কারণে এ বছর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের বর্ণিল আসর বসছে না। যদিও আগে থেকেই সবকিছু ঠিকঠাক ছিল। প্রয়োজন অনুযায়ী আয়োজনের প্রস্তুতিও নেয়া হচ্ছিল। কিন্তু চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসরটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু।
তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের অনুমতি নেয়া হয়েছিল। উৎসব বাতিল করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু করোনার কারণে ঝুঁকি রয়েছে। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্তই নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে ‘ফোক ফেস্ট’ আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আয়োজন করে আসছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। প্রতি বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আসর বসে। প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতি ঘটে ওই উৎসবে। যেখানে বিশ্বের নানা দেশ থেকে আগত গুণী লোকশিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রাজধানী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।