×

সারাদেশ

রৌমারীতে শালুক তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৬:৩৬ পিএম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পুকুরে শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার( ৯ অক্টোবর) সকালের দিকে শালুক তুলতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শেরপুর সদর মুছার কান্দি নয়ন পাড়া গ্রামের ছলিম উদ্দিনের কন্যা আমেনা খাতুন (৮) এবং রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের পুরার চর গ্রামের শ্রমিক হাফিজুর রহমানের কন্যা জিনিয়া আক্তার(৭) বাড়ির  পাশে একটি জলাশয়ে শিশু দুটি শালুক তুলতে গিয়েছিল। এসময় জলাশয়ের একটি গভীর গর্তে ডুবে যায়। দুর থেকে স্থানীয়রা তাদের ডুবে যাওয়ার দৃশ্য দেখে পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু দুটির মৃত্যু হয়। গত কয়েক দিন আগে আমেনা পুরার চর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু দুটি হাসপাতালে আনার পূর্বে মারা যায়।

এ বিষয়ে রৌমারী থানার ওসি আবু মোহাম্মাদ দিলওয়ার হাসান ইনাম ঘটনা নিশ্চিত করে বলেন, এটা একটি দুর্ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App