×

আন্তর্জাতিক

এবার ধর্ষণবিরোধী আন্দোলনে উত্তাল আলজেরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১২:৫৭ পিএম

এবার ধর্ষণবিরোধী আন্দোলনে উত্তাল আলজেরিয়া

১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর হত্যার খবরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ

এবার ধর্ষণের প্রতিবাদে ফুসে উঠেছে আলজেরিয়ার জনগণ। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির বিভিন্ন শহর। ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয় এমন অভিযোগ উঠার পর রাস্তায় নেমে এসেছে দেশটির মানুষ।

বিবিসির প্রতিবেদন বলছে, এ মাসের শুরুতে সাইমা সাদুউ নামে ১৯ বছরের এক তরুণী অপহরণের শিকার হন। ধর্ষণের পর তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। রাজধানী আলজিয়ার্সের থেকে ৮০ কিলোমিটার পূর্বে থেনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একটি নির্জন পেট্রোল স্টেশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরব নিউজ জানায়, এ ঘটনার অভিযুক্ত রায়ান নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। সাইমাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ স্বীকার করেছে সে। ২০১৬ সালেও তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছিল ভুক্তভোগীর পরিবার।

এমন পরিস্থিতিতে আলজিয়ার্স, ওরানসহ একাধিক শহরের নারীরা রাস্তায় নেমে আসে। তাদের সঙ্গে যোগ দেন পুরুষরাও। বিক্ষোভে বাধা দিয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App