×

সাময়িকী

একুশের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৬:০৮ পিএম

একুশের গান

তোফাজ্জল হোসেন

রক্তশপথে আমরা আজিকে তোমারে স্মরণ করি একুশে ফেব্রুয়ারি দৃঢ় দুই হাতে রক্তপতাকা ঊর্ধ্বে তুলিয়া ধরি একুশে ফেব্রুয়ারি তোমারে স্মরণ করি তুমি হয়ে আছ আমাদের মাঝে চিরজ্যোতি অম্লান তোমার বক্ষে কত না শহীদ রক্তে করিল স্নান কত বীর ভাই সেদিন জীবন করে গেল বলিদান সেদিন প্রথম ভীরু কুয়াশার জাল গেল দূরে সরি সেদিন প্রথম ভয়ঙ্করের পথে শুরু অভিযান সেদিন প্রথম লক্ষকণ্ঠে জাগিল ঐকতান সেদিন প্রথম ভীরু জনতার শিরদাঁড়া হল টান সেদিন প্রথম দুঃশাসনের উঠিল টনক নড়ি রক্তে রক্তে লাল হয়ে গেল সেদিন মাটির বুক আকাশের দিকে দৃঢ় হাত তুলে জনতারা উন্মুখ দুঃশাসনের পেষণ রুধিতে হল দৃঢ় উৎসুক লক্ষ জনতা একাকার হল মিছিলের পথ ধরি আজো ভুলি নাই সেদিনের সেই সংগ্রামী অভিযান আজো ভুলি নাই সেদিনের সেই অমর শহীদ প্রাণ আজো অলক্ষ্যে তাহারা জানায় উদাত্ত আহ্বান তাইতো আমরা সেই একই পথে সবাই ঝাঁপিয়ে পড়ি * ১৯৫৩ সালের মার্চ মাসে প্রকাশিত কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশের প্রথম সংকলনে গ্রন্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App