×

সারাদেশ

অপরিকল্পিত খননে খালের পেটে সড়ক, দুর্ভোগে মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৫:৪১ পিএম

অপরিকল্পিত খননে খালের পেটে সড়ক, দুর্ভোগে মানুষ

ধসে পড়েছে সড়ক। ছবি: ভোরের কাগজ।

অতিবৃষ্টিতে চার কিলোমিটার পাকা সড়কের শতাধিক স্থান ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ২০টি স্থানে সড়কের একাংশ ধসে গেছে খালের পেটে। আর একটি স্থানে ৫মিটার সড়ক ধসে সড়কটি দ্বিখন্ডিত হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে যানোহন চলাচল। এতে পথচারীদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

জানা যায়, সড়কের পাশে অপরিকল্পিত ভাবে খাল খনন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ বগুড়ার ধুনট উপজেলার পেঁচিবাড়ি গ্রাম থেকে চাঁনদিয়াড় পর্যন্ত ওই সড়কটি নির্মাণে সরকার প্রায় ২ কোটি টাকা ব্যয় করেছে।

এলজিইডি’র ধুনট উপজেলা প্রকৌশলী জানান, পেঁচিবাড়ি গ্রাম থেকে চাঁনদিয়াড় পর্যন্ত চার কিলোমিটার গ্রামীণ সড়কটি ২০১১ সালে পাকা করা হয়। পরবর্তিতে সড়কটি ক্ষতিগ্রস্থ হলে সংস্কার কাজও করা হয়। এতে ওই সড়কটির পিছনে সরকারের ব্যয় প্রায় ২ কোটি টাকা।

পেঁচিবাড়ী গ্রামের নির্মল দাস বলেন, সড়কটির পাশ দিয়ে এঁকে বেঁকে রয়েছে একটি খাল। আশির দশকের পর থেকে ওই খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে খালটি কোনো কাজে আসছে না। অথচ গত বছরের শেষের দিকে অপরিকল্পিত ভাবে খালটি পুণঃখনন কাজ শুরু করা হয়। খাল খননের সময় পাকা সড়কের পাশে জায়গা রাখা হয়নি।

পানি উন্নয়ন বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই খাল খননে কাজ শেষ করা হয়েছে। খনন কাজের সরকারের প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিগত দু’মাসের অতিবৃষ্টিতে চার কিলোমিটার ওই সড়কের শাতাধিক স্থানে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে প্রায় ২০টি স্থানে সড়ের অংশ বিশেষ ধসে খালের পেটে বিলীন হয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতের বৃষ্টিতে ওই সড়কের ঘোষপাড়া এলাকায় প্রায় ১০০ মিটার হুমকির মুখে পড়েছে। এছাড়া পেঁচিবাড়ি বাজারের দক্ষিণে সড়কের প্রায় ৫মিটার দ্বিখন্ডিত হয়ে গেছে।

জালশুকা গ্রামের ইজিবাইক চালক আল আমিন বলেন, পেঁচিবাড়ি গ্রামের দক্ষিণে সড়কটি দ্বিখন্ডিত হওয়ায় যানবহন চলাচল বন্ধ হয়েগেছে। এ কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরাসরি গাড়ী চলাচল করতে অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে।

এলজিইডি’র ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এই খালটি পুনঃখননের আগে পাকা সড়কটি টিকে ছিল। কিন্ত অপরিকল্পিত ভাবে খননের পর পাকা সড়ক ধসে খালে পড়ছে। খাল খনন করতে গিয়ে পাকা সড়কের পাশে জায়গা রাখা হয়নি। এ কারণে পাকা সড়কটি রক্ষা করা যাচ্ছে না। প্রবল বর্ষনে সড়ক ভেঙে দ্বিখন্ডিত হওয়া স্থানে জরুরী ভাবে মেরামত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App