×

জাতীয়

অধ্যক্ষ মুহুরী হত্যা: সংশোধিত রায় প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০১:১৩ পিএম

আমৃত্যু কারাদণ্ডের সঙ্গে জরিমানা

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়ে সংশোধিত রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। প্রায় দুই দশক আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় ৩ আসামির আমৃত্য কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়ে সংশোধনী রায় দিয়েছে আপিল বিভাগ।

এর আগে মঙ্গলবার এ হত্যা মামলার তিন আসামির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। আলোচিত এ হত্যা আসামিরা হলেন শিবির ক্যাডার আলমগীর, আজম ও তছলিম উদ্দিন মন্টু।

২০০১ সালের ১৬ই নভেম্বর শিবির ক্যাডাররা গোপাল কৃষ্ণ মুহুরীকে নির্মমভাবে হত্যা করে। ফটিকছড়িতে নিজেদের আধিপত্য বিস্তারের জেরে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে হত্যা করে শিবির ক্যাডাররা। ২০০৩ সালে চট্টগ্রামের একটি আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দণ্ড দেন। পরে হাইকোর্ট ২০০৬ সালে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App