তিতাসের অবৈধ সংযোগ ১ মাসের মধ্যে অপসারণ

আগের সংবাদ

নোয়াখালীতে নারীকে টুকরো করে হত্যায় ছেলে আটক

পরের সংবাদ

পর্তুগাল- স্পেন পয়েন্ট ভাগাভাগি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০ , ৯:৫৬ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ৮, ২০২০ , ৯:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ফুটবলের কারণে ইউরোপে ক্লাব ফুটবল এখন বন্ধ। একদিকে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। অন্যদিকে প্রীতি ম্যাচ। শুক্রবার সকালে ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে মেসিরা। ইউরোপের দলগুলো প্রীতি ম্যাচের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছে। সহসাই ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের খেলা শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্তুগাল ও স্পেনের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। পর্তুগালের লিসবনে দুই দল এই প্রীতি ম্যাচে অংশ নেয়।

ম্যাচটিতে বল দখলের দিক দিয়ে এগিয়ে ছিল স্পেন। তারা পুরো ম্যাচের ৬৬ ভাগ সময় বল নিজেদের দখলে রাখে। অপরদিকে পর্তুগাল ৩৪ ভাগ সময় বল তাদের দখলে রাখতে সমর্থ হয়। কিন্তু কাজের কাজ গোল করতে পারেনি দুই দলের কেউ।

এদিকে এই ম্যাচটির মাধ্যমে প্রায় ২ বছর বাদে একে অপরের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও সার্জিও রামোস। ২০১৮ সালে রোনালদো রিয়াল ছাড়ার পর দুই জনের আর দেখা হয়নি। অবশ্য ম্যাচটিতে একইসঙ্গে মাঠ মাতাতে পারেননি রোনালদো রামোস। কারন রোনালদো ম্যাচের শুরু থেকে খেললেও রামোস নামেন ম্যাচের শেষ দিকে। আর রামোস মাঠে নামার আগে ম্যাচের ৭২ মিনিটের সময় রোনালদোকে উঠিয়ে নেন পর্তুগালের কোচ।

এমআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়