×

সারাদেশ

পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, অতঃপর লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৬:৫৮ পিএম

পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, অতঃপর লাশ

জুয়ার আসরে পুলিশ অভিযান চালালে নদীতে ঝাঁপ দেন অধ্যাপক নান্নু

পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েও জীবন রক্ষা হলো সহকারী অধ্যাপক আব্দুল হাই নান্নুর (৪৫)। বুধবার বিকাল ৪টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট বাজারে বাঙালী নদীতে ভেসে ওঠে তার লাশ। পরে ফায়ার সার্ভিস উদ্ধার করে তা থানায় নিয়ে আসে। নিহত আব্দুল হাই নান্নু ধুনট উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা এবং কাজিপুরের আমেনা মুনসুর আলী ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার আওলাকান্দি এলাকায় নৌকায় জুয়াখেলার আসরে অভিযান চালায়। এসময় জীবন রক্ষার্থে নদীতে ঝাঁপ দেন আব্দুল হাই। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, সকাল থেকেই নদীতে তার লাশ খোঁজাখুজির এক পর্যায়ে দেড় কিলোমিটার দক্ষিণে তার লাশ ভেসে ওঠে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App