×

আন্তর্জাতিক

কিরগিজস্তানে বিরোধীনেতা কারামুক্ত, প্রধানমন্ত্রীর পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১২:৪৫ পিএম

কিরগিজস্তানে বিরোধীনেতা কারামুক্ত, প্রধানমন্ত্রীর পদত্যাগ

কিরগিজস্তানের-প্রধানমন্ত্রী

নির্বাচন-পরবর্তী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ। এতে দেশটিতে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বর্তমানে কুবাটবেক বরোনভের স্থলাভিষিক্ত হয়েছেন বিরোধীদলীয় নেতা সাদির জাপারভ। একদিন আগে তাকে জেল থেকে মুক্ত করেন বিক্ষোভকারীরা। কারামুক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব নিয়েছেন জাপারভ । এর আগে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিরোধীদলের সমর্থকেরা পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্যাপক চাপের মুখে পড়ে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভের মিত্ররা বেশিরভাগ ভোট পেয়েছেন। নির্বাচনে ব্যাপক ভোট কেনাবেচারও অভিযোগ উঠেছে। নির্বাচনী কারচুপির বিরুদ্ধে সোমবার (৫ অক্টোবর) আলা-টু স্কয়ারে হাজার হাজার লোক বিক্ষোভ করে। এতে ১৯ বছরের এক তরুণ নিহত ও ৫৯০ জন আহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App