×

মুক্তচিন্তা

কমছে না পেঁয়াজের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৫:৩৯ পিএম

কমছে না পেঁয়াজের দাম

পেঁয়াজ। ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে। আর দেশের পেঁয়াজ সিন্ডিকেটের অসাধু চক্র মুহূর্তে পেঁয়াজের দাম কেজিতে ২০.৫০ ও ৮০ টাকা বাড়িয়ে দিবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২০০ টাকা কেজিতে কোনো প্রজন্ম পেঁয়াজ কিনে খায়নি। এই করোনাকালে সবচেয়ে লাভবান হয়েছে অসাধু পেঁয়াজ ব্যবসায়ী। সম্পদের পাহাড় গড়েছে তারা। দুদকের উচিত পেঁয়াজ ব্যবসায়ীদের সম্পদের হিসাব নেয়া। সরাসরি প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন, আপনারা পেঁয়াজ ছাড়া তরকারি রাঁধেন। পেঁয়াজ ছাড়া অনেক পদের তরকারি রান্না করা যায়। দেশবাসী জব্দ পেঁয়াজ সিন্ডিকেটকারীদের হাতে। চালের চেয়ে পেঁয়াজের দাম বেশি। আমরা বাংলাদেশিরা সবজি, মাছ ও মাংস বেশি খাই। প্রতি বেলা রান্নাতেই আমাদের পেঁয়াজের প্রয়োজন হয়। আর এ সুযোগের অসৎ ব্যবহার করেছে অসাধু পেঁয়াজ ব্যবসায়ীরা। দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়। তারপর ও ফেইক সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়া হয়। ২০২০ সালে দুই দফায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতের মতো বন্ধুপ্রতিম দেশ থেকে হঠাৎ কিছু না বলে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা কাম্য নয়। তারা যুদ্ধের সময় বাংলাদেশের পাশে ছিল। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এসে এমন খামখেয়ালি আচরণ দুঃখজনক। বর্তমানে ও পেঁয়াজের দাম কমেনি। কর্তৃপক্ষ পাঁচটি দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবছে। পেঁয়াজের বাজারে আগুন। পেঁয়াজের আগুনে দগ্ধ দেশবাসী। ৮০/১০০ টাকা কেজি পেঁয়াজের দাম। সরকার ও কৃষিমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে। যাতে ভবিষ্যতে পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিদেশ থেকে আমদানি করতে না হয়। পেঁয়াজ চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে হবে। তাদের সব সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। দেশি পেঁয়াজের জয় হোক। বিদেশি পেঁয়াজের আমদানি কমুক। শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। asnimhasan067@gmail. com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App