×

আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ: ১০ দিনে ৩০০ প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১২:২৩ পিএম

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ: ১০ দিনে ৩০০ প্রাণহানি

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ। ছবি: সংগৃহীত

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ: ১০ দিনে ৩০০ প্রাণহানি

সংঘাত আরও তীব্র হচ্ছে। দুদেশের মধ্যে মধ্যস্থতা করতে চায় ইরান।

বিরোধপূর্ণ নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে টানা ১০ দিন ধরে চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এ সংঘাতে প্রায় ৩০০ মানুষের প্রাণহানি ঘটেছে।

এদিকে আজারবাইজান প্রস্তুত থাকলে পারস্পরিক সমঝোতায় যেতে প্রস্তুত আর্মেনিয়া। দুই দেশের যুদ্ধ থামাতে মধ্যস্থতায় প্রস্তুত ইরান।

[caption id="attachment_245825" align="alignnone" width="578"] সংঘাত আরও তীব্র হচ্ছে। দুদেশের মধ্যে মধ্যস্থতা করতে চায় ইরান।[/caption]

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার মতবিরোধ নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে। নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলে আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App