×

সারাদেশ

বাউফলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানে কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ০৮:৩৩ পিএম

বাউফলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানে কারাগারে

কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন লাভু

বাউফলের কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন লাভুকে একটি হত্যা মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২ আগষ্ট সন্ধায় কেশবপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুমন তালুকদার এবং চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সদস্য ইশাদ তালুকদারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত রুমনের বড় ভাই মো. মফিজ উদ্দিন মিন্টু ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন লাভুকে প্রধান আসামি করে ৫৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মহিউদ্দিন লাভু গত ২৫ আগস্ট উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। গতকাল মঙ্গলবার মহিউদ্দিন লাভু পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো.জামাল হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App