×

খেলা

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারি ক্লাবে কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১০:৪৬ পিএম

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারি ক্লাবে কোহলি

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের ক্লাবে বিরাট কোহলি

ফের নতুন মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড গড়েন বিরাট কোহলি। যার ব্যাটে জাদুতে মোহাচ্ছন্ন থাকে পুরো ক্রিকেট বিশ্ব। সে তুলনায় এবারের আইপিএলের শুরুটা ঠিক প্রত্যাশামাফিক হয়নি তার। রান পাননি প্রথম তিন ম্যাচে।

তবে ঘুরে দাঁড়াতেও খুব একটা সময় নেননি কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর চতুর্থ ম্যাচেই খেলেছেন ম্যাচ জেতানো ৭২ রানের ইনিংস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ইনিংসের মাধ্যমে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাড়ে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

রাজস্থানের বিপক্ষে ৭২ রানের পর দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ৪৩ রান করেছেন কোহলি। যা তাকে এনে দিয়েছে আরও একটি গৌরব। বিশ্বের সপ্তম এবং ভারতীয়দের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার ক্লাবে প্রবেশ করেছেন কোহলি। দিল্লির বিপক্ষে দশম রান নেয়ার পথে এ কীর্তি গড়েছেন কোহলি। তার আগে ভারতের আর কোনো ব্যাটসম্যান তো নয়ই, পুরো বিশ্বের মাত্র ছয় জন ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রানের মালিক হয়েছেন।

রেকর্ডের বরপুত্র কোহলি। খেলা ছাড়ার পর কোন কোন রেকর্ডে তিনি থেকে যাবেন, সে আলোচনা অনেক পরের, কিন্তু খেলোয়াড়ি জীবনের মধ্যগগনে থাকতেই তিনি এমন অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন, যা নিঃসন্দেহে খেলোয়াড় হিসেবে তাকে অন্য মাত্রা দেয়। টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন কোহলি। ২০০৮ সালে অভিষেকের পর ব্যাঙ্গালুরুর হয়ে ১৯৭ ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে ১৮২ এবং টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ১৫ ম্যাচ। কোহলি ভেঙেছেন ইংলিশ ব্যাটসম্যান জেমস হিল্ডার্থের রেকর্ড। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ক্লাব সমারসেটের হয়ে ১৯৬ ম্যাচ খেলেছেন তিনি।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী সাত ব্যাটসম্যান নাম-  ইনিংস- রান-  সেঞ্চুরি ক্রিস গেইল ৩৯৬-   ১৩২৯৬-   ২২ কাইরন পোলার্ড ৪৬২-   ১০৩৭০ -   ১ শোয়েব মালিক ৩৬৬-   ৯৯২৬ -   ০ ব্রেন্ডন ম্যাককালাম ৩৬৪-   ৯৯২২ -   ৭ ডেভিড ওয়ার্নার ২৮৬-   ৯৪৫১ -   ৮ অ্যারন ফিঞ্চ ২৮৭ -   ৯১৬১ -   ৮ বিরাট কোহলি ২৭১ -    ৯০৩৩ -   ৫

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App