×

জাতীয়

সেখানে অসঙ্গতি সেখানেই আলো ফেলছে সাংবাদিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৭:৫৬ পিএম

সেখানে অসঙ্গতি সেখানেই আলো ফেলছে সাংবাদিকরা

ফাইল ছবি

সেখানে অসঙ্গতি সেখানেই আলো ফেলছে সাংবাদিকরা

সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ সেখানে অসঙ্গতি সেখানেই আলো ফেলছে সাংবাদিকরা। নারী নেতৃত্ব বিকাশে সরকারেরও রয়েছে নানামুখী উদ্যোগ। তবে অর্থনীতিতে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে সমাজ সেভাবে এগুতে পারেনি। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। এ বিষয়ে গণমাধ্যমকে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখাতে হবে।

রবিবার (৪ অক্টোবর) ‘নারী নেতৃত্ব এবং সাংবাদিকতা’ শীর্ষক এক অনলাইন সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম, এনডিসি সেমিনারে সভাপতিত্ব করেন।

সেমিনারে আলোচক ছিলেন সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। সেমিনারটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম। সেমিনারে সাংবাদিকতায় নারী নেতৃত্ব, বিকাশ এবং এর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App