×

সারাদেশ

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৫:০২ পিএম

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন

জামালপুর দেওয়ানগঞ্জ-রাজীবপুর সড়কের জবেদমোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের স্রোতে ধসে যাওয়ার একাংশ।

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন

দেওয়ানগঞ্জ কাঠারবিল বাঁশতলী সড়কের সাপমারী এলাকার বন্যার পানির স্রোতে রাস্তাটি ধসে গিয়ে সবধরনের চলাচল বন্ধ রয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রক্ষ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। এতে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী, রাজীবপুর গুরুত্বপূর্ণ সড়ক ও কাঠারবিল বাশঁতলী সড়ক বিচ্ছিন্ন হওয়ার পথে। হুমকির মুখে পড়েছে হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি, জবেদ মোড় ও সবুজপুর এলাকা। রবিবার (৪ অক্টোবর) সকালে সরেজমিন দেখা গেছে. উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি ও জবেদ মোড় নদী ভাঙ্গন দৃশ্য। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে থাকায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী, রাজীবপুর যাতায়াতের একমাত্র গুরুত্ব পূর্ণ সড়কের জবেদ মোড় এলাকা ব্রক্ষপুত্র নদে ধসে যাওয়ায় ওই সড়কে যানবাহন যাতায়াতে হুমকির মধ্য রয়েছে। অপর দিকে কাঠারবিল বাজার থেকে বাশঁতলী বাজার সড়ক সাপমারি এলাকায় মহারানী খালে ধসে যাওয়ায় মোটর সাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নদী ভাঙ্গন আতংকে রয়েছে সাপমারি,জবেদ মোড় ও সবুজপুর গ্রামের মানুষ। [caption id="attachment_245415" align="aligncenter" width="700"] দেওয়ানগঞ্জ কাঠারবিল বাঁশতলী সড়কের সাপমারী এলাকার বন্যার পানির স্রোতে রাস্তাটি ধসে গিয়ে সবধরনের চলাচল বন্ধ রয়েছে।[/caption] হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান নুর ছালাম জানান. গত কয়েক দিনে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পায়ে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের জবেদ মোড় সড়ক পানির স্রোতে আংশিক ধসে পড়েছে। আর কিছু অংশ ধসে পড়লে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী-রাজীবপুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অপর দিকে কাঠারবিল বাশঁতলী সড়ক বিচ্ছিন্ন থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দেওয়ানগঞ্জের সাথে উপজেলার সীমান্তবর্তী চারটি ইউনিয়ন ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা ও রাজীবপুর বাসীর একমাত্র যাতায়াতের ব্যস্ততম সড়ক। এই সড়কে জামালপুর, ময়মনসিংহ ঢাকা প্রতিদিন হাজার হাজার মানুষ যানবাহন যোগে যাতায়াত করে। সড়কটি নদী গর্ভে বিলীন হলে এক দিকে যোগাযোগ বিচ্ছিন্ন অপর দিকে সাপমারি, জবেদ মোড়, সবুজপুর এলাকা নদী গর্ভে বিলিন হবে। তাই সড়ক দুটি রক্ষার্থে জরুরী ব্যবস্হা নেওয়ার প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেন জানান. হাতীভাঙ্গা ইউনিয়নের জবেদমোড় নদী ভাঙ্গন এলাকা নদী শাসন রক্ষা ব্যবস্থা না থাকায় সড়কটি ধসে যাচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট করা হয়েছে। নদী শাসন ব্যবস্থা নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান. দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী রাজিবপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি নদী ভাঙন বিষয় টি আমি শুনেছি। এ বিষয় উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App