×

আন্তর্জাতিক

করোনায় ৬৩ চিকিৎসককে হারালো যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০১:৫৫ পিএম

করোনায় ৬৩ চিকিৎসককে হারালো যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন

ছবি- ইন্টারনেট

করোনায় আক্রান্ত হয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে নতুন করে আরও একজন চিকিৎসক মারা গেছেন। এখন পর্যন্ত দেশটিতে ৬৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মিসরীয় বংশোদ্ভূত ওই চিকিৎসকের নাম ডা. আলি আবু জালাত। তিনি করোনায় আক্রান্ত হয়ে বুধবার হাধরামাউতে মৃত্যুবরণ করেছেন। এক বিবৃতিতে ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ডি. আবু জালাতের মৃত্যু ইয়েমেনের চিকিৎসা ব্যবস্থা এবং মিসরের চিকিৎসকদের জন্য একটি বড় ধরনের ক্ষতি। সাধারণ মানুষ এবং রোগীদের চিকিৎসায় তিনি তার সারাজীবন ব্যয় করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ইয়েমেনে চিকিৎসকদের মৃত্যু বাড়ছে। ইয়েমেন শাবাবের এক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটিতে করোনা হানা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত শতাধিক স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ইয়েমেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৪১ জন। এর মধ্যে মারা গেছে ৫৮৯ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩২০ জন। অপরদিকে, করোনার অ্যাক্টিভ কেস ১৩২টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App