×

সারাদেশ

অবশেষে গ্রেপ্তার মানবিক সহায়তার অর্থ আত্মসাতকারী চৌকিদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০১:৩১ পিএম

অবশেষে গ্রেপ্তার মানবিক সহায়তার অর্থ আত্মসাতকারী চৌকিদার

আটক বেলাল হোসেন

করোনা কালিন প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তার শতাধিক ব্যক্তির অর্থ আত্মসাতের অভিযোগে বান্দরবানের লামায় বেলাল হোসেন নামে এক চৌকিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত সাড়ে এগারটার সময় উপজেলার অংহ্লাপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এই খবর নিশ্চিত করেছেন। এরআগে গত ২৭ সেপ্টেম্বর ভোরের কাগজ’ লাইভে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা আত্মসাত চৌকিদারের শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পরই বেলালকে গ্রেপ্তারের উদ্যোগ নেয় জেলা- উপজেলা প্রশাসন ও পুলিশ। উল্লেখ্য: লামার রূপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বেলাল হোসেন প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তার শতাধিক ব্যক্তির টাকা আত্মসাত করে। এই ঘটনায় প্রথমে ১১ জন অসহায় ব্যক্তি লামা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও’র) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ইউএনও অভিযোগ পেয়েও নিরবতা পারলন করছেন বলে জানান ভূক্তভোগিরা। এই বিষয়ে সেসময় ইউএনও মো. রেজা রশিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগটি থানায় পাঠানো হয়েছে। আর লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলছেন, ওই চৌকিদার আত্মসাতকৃত টাকা ভূক্তভোগিদের দিয়ে দিয়েছেন। তবে কেউ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App