×

জাতীয়

বিমানের নিরাপদ সেবা নিশ্চিত করেছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ১২:৪৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু করার পাশাপাশি বিমানের নিরাপদ সেবা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর গ্রিনরোডে পানি ভবন আর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একে একে উদ্বোধন করেন পানি ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'ম্যুরাল' ও বিমানবন্দরের অভ্যন্তরে 'বঙ্গবন্ধু কর্ণার'। উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় 'পর্যটন ভবন' এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারন প্রকল্পের নির্মাণকাজ।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নদী ও সাগরপাড়ে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে সরকার।

তিনি বলেন, দেশের মানুষকে সুপেয় পানি পৌঁছে দিতে দেশের সব হাওর, পুকুর ও জলাশয় খনন করে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন উদ্দ্যোগের ফলে দেশের ৯৮ ভাগ মানুষ সুপেয় পানি পাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App