×

সাময়িকী

পলাতক জোছনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ০৮:১৫ পিএম

পলাতক জোছনা
কপাটে-কপাটে দূরত্বের বাড়াবাড়ি। নাও করে যতটুকু পারো অবহেলা আমি তো জেনে গেছি কিভাবে নিঃশব্দে ধুপে পুড়ে হতে হয় ধোঁয়া। বেড়ালের গলায় নিবেদনের ঘন্টি দোলায় পলাতক জোছনা, সে তো অধরায়- কবিতার শরীরে ছন্দ দেব তাই পায়ে পায়ে আদুরে ভালবাসা পালায়! এক পেগ পেয়ালায় যে তৃষ্ণা টুকু জানোনি যে তুমি তার চেয়েও বেশি কিছু! যেন আজন্ম বয়ে যায় নদী, চোখের স্রোতে তাকে ধরে রাখি! পেয়েও যে জানলে না এ আমায় হারালে তখন, বুঝবে কি?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App