পায়েলকে হেনস্থা, জিজ্ঞাসাবাদে অনুরাগ

আগের সংবাদ

নতুন রূপে গেন্দা ফুল, নাচলেন জ্যাকলিন-দেবলীনা

পরের সংবাদ

প্রবারণা পূর্ণিমা আজ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০ , ১২:২২ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১, ২০২০ , ১২:৫৩ অপরাহ্ণ

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। প্রবারণা হলো আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ ‘বুদ্ধত্ব’ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন।

সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিবসটি পালন করে আসছেন। তাই ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এ প্রবারণা তিথি।

প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস দেশের প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবর দানোৎসব। প্রবারণা পূর্ণিমার অন্য একটি উৎসবময় দিক হলো ফানুস উত্তোলন।

এদিকে দিনটি উপলক্ষ্যে চট্টগ্রামে নানা আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নগরীর বিভিন্ন বিহার ও মঠে জড়ো হচ্ছেন ভক্তরা। করছেন প্রদীপ প্রজ্জ্বলন ও বুদ্ধপূজা।

পিআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়