×
Icon ব্রেকিং
ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, ইরানের বিভন্ন শহরে বিমান চলাচল বন্ধ

বিনোদন

সাত ভাষায় জানা যাবে ববিতাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭ এএম

সাত ভাষায় জানা যাবে ববিতাকে

চিত্রনায়িকা ববিতা।

খ্যাতির পাশাপাশি চিত্রনায়িকা ববিতার রয়েছে অনেক অর্জন। অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন দেশ-বিদেশের অনেক পুরস্কার-সম্মাননা। এমনকি তিনিই বাংলাদেশের একমাত্র তারকা যাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা বলা হয়। নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাটি করার পর থেকেই এ চিত্রনায়িকার সঙ্গে জুটে যায় এমন প্রশংসা।

এবার ভিন্ন একটি রেকর্ড গড়লেন গুণী ববিতা। উইকিপিডিয়ায় সাতটি ভাষায় দেখা যাবে তাকে! বাংলা, ইংরেজি, আরবি, কোরিয়, তামিল, উড়ীয় ও পাঞ্জাবি ভাষায় জানা যাবে এ চিত্রনায়িকার তথ্য। মোট সাতটি ভাষায় ববিতাকে নিয়ে তথ্য হালনাগাদ করেছে উইকিপিডিয়া।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘এটা আমার জন্য বিরাট পাওয়া। অন্য অনেক পুরস্কারের মতোই এটি আমার কাছে মূল্যবান। ভীষণ খুশি লাগছে আমার।’

তিনি আরো বলেন, ‘আমার জীবনের যত অর্জন, সেটার জন্যই আজকে উইকিপিডিয়া এটা করেছে। তারা আমার ওপর রিসার্চ করেই কাজটি করেছে। নতুন জেনারেশনের শিল্পীরাও এটা দেখে অনুপ্রাণিত হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এসব ভাষার মানুষরা এখন থেকে আমার সম্পর্কে জানতে পারবেন।’

প্রসঙ্গত, পরিচালক জহির রায়হানের হাত ধরে সিনেমায় আগমন ববিতার। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App