×

জাতীয়

ভাওয়াল রাজের বাকি সম্পত্তি গেল কোথায়?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪২ পিএম

ভাওয়াল রাজের বাকি সম্পত্তি গেল কোথায়?

ফাইল ছবি

জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মকবুল হোসেন বলেছেন, ভাওয়াল রাজপরিবারের ৪৮ হাজার একর জমি ছিল। বর্তমানে তা বেদখলী হতে হতে মাত্র ৬০০ একরে এসে দাড়িয়েছে। বাকি সম্পত্তি গেল কোথায়? কারা এসব সম্পত্তি দখল করে নিল , কিভাবে কোন সরকাররে আমলে তা বেদখলী হলো, এমন প্রশ্ন করে তিনি বলেছেন, আপনারাই তো লিজ দিয়েছেন, সম্পত্তি বেদখলী হতে সুযোগ দিয়েছেন। এখন যে টুকু আছে তা দ্রুত সরকারের আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতী সংসদে অনুষ্ঠতি কমিটির বৈঠকে তিনি বলেন, যেটুকু আছে এগুলো সরকারী সংরক্ষণে আনা দরকার। অনেক জমি বিভিন্ন সরকার বিভিন্নজনকে ব্যবস্থাপণায় দিয়ে বেদখল হয়ে গেছে। কোর্টে মামলা মোকদ্দমা যা আছে দ্রুত শেষ করে বাকি জমি সরকারের দখলে আনার সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App