×

সারাদেশ

চাল কেলেঙ্কারি: আ.লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০২ পিএম

চাল কেলেঙ্কারি: আ.লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

নবাব আলী ও আব্দুল হাদি

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল কেলেঙ্কারির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেসার্স তিন ভাই ট্রেডার্স এন্ড সেমি অটোরাইচ মিলের মালিক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলী (৬০) ও নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের পরিবেশক বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হাদি মন্ডল (৫৭)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বেড়েবাড়ির বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে ২৮ সেপ্টেম্বর বিকেলের দিকে সুবিধাভোগীদের নিকট ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে ডিলার আব্দুল হাদির নিকট অবৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন। এছাড়াও নবাব আলীর গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মন (৫১বস্তা) চাল জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App