এমসি কলেজে গণধর্ষণ: মাহফুজ ৫ দিনের রিমান্ডে

আগের সংবাদ

রিফাত হত্যাকাণ্ড: মিন্নিসহ ৬ জনের ফাঁসি, খালাস ৪

পরের সংবাদ

সাহলাহউদ্দিনের গণসংযোগে হামলা, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০ , ১:৪৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২০ , ১:৪৬ অপরাহ্ণ

ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাহলাহউদ্দিন আহমেদের গণসংযোগে আবারও হামলার ঘটনা ঘটেছে। পূর্ব ঘোষিত স্পট দখলে নিয়ে নেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরা। ফলে কর্মসূচি করতে পারেনি ধানের শীষের প্রার্থী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিনের পূর্ব ঘোষিত গণসংযোগ কর্মসূচি পালন করতে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১১টা বাজার কিছুক্ষণ আগেই যাত্রাবাড়ী বিএনপি নেতা আতিক উল্লাহ আতিক, মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এরমধ্যে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যুগ্ম সম্পাদক মো. মোহসীন, ডাকাত কালামসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর অনুসারীরা হামলা চালায়।

এসময় সাহলাহউদ্দিনের অনুসারীরা পিছু হটে গেলে পাটকেল নিক্ষেপ করতে থাকে মনুর সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবস্থান নেয়।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন অভিযোগ করেন, আমাদের পূর্ব ষোষিত কর্মসূচিতে আওয়ালী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এতে কয়েকজন আহত হয়। তারা গতকালও হামলা চালিয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকতে ধানের শীষের প্রার্থীর সার্বিক নিরাপত্তাসহ নির্বাচনে প্রাচারে সুস্ঠু পরিবেশ যেন নিশ্চিত করা হয়।

এদিকে ঘটনাস্থলে দুপুর পৌনে ১২টার দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কার এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়