মিন্নি গ্রেপ্তার, উচ্চ আদালতে যাবেন বাবা

আগের সংবাদ

রিফাত হত্যার মাস্টারমাইন্ড মিন্নি : রাষ্ট্রপক্ষের আইনজীবী

পরের সংবাদ

রায়ে রিফাতের বাবার সন্তোষ প্রকাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০ , ২:৫২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২০ , ৪:০১ অপরাহ্ণ

আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মামলায় আদালতের দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় আদালত রায় ঘোষণার পর তিনি সন্তোষ বলে গণমাধ্যমকে জানান।

বরগুনার জেলা ও দায়রা জজ আদালত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দেন এবং ৪ জনকে খালাস দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রিফাত ফরাজী, রাব্বি আকন, টিকটক হৃদয়, সিফাত ও হাসান; খালাস পেয়েছেন সাগর, রাব্বি, সাইমুন ও মুসা।

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়