×

জাতীয়

হাসিনা–মোদির ভার্চুয়াল বৈঠক ডিসেম্বরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:২৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দপ্তরে সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী এবং ভালো বন্ধু। আলোচনা করার মতো অনেক বিষয়ই আমাদের রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের কথা রয়েছে। তবে ওই বৈঠকে কোনো চুক্তি সই হবে না।

তবে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং পানিসহ অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করতে চায় ঢাকা। এতে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

বাংলাদেশ দলে থাকবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন; এছাড়া বাণিজ্য, স্বরাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পানি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবসহ আরও প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App