×

সারাদেশ

সেই তপন দাসের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬ পিএম

সেই তপন দাসের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

মেধাবী হতদরিদ্র তপনের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু

সংসারে অভাবের কারণে লেখাপড়ার পাশাপাশি হতদরিদ্র তপন দাসকে রাজমিস্ত্রির সহযোগীর কাজ করতে হয়। এভাবে লেখাপড়া করেও বিগত এস এসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সে সকলকে চমকে দিয়েছিল। কিন্ত পরিবারের সামর্থ নেই কলেজে ভর্তিসহ সকল খরচ যোগাড়ের। পরীক্ষায় ভাল ফলাফল করেও টাকার জন্য তপনের লেখাপড়ার বিষয়টি হয়ে পড়েছিল অনিশ্চিত। সে সময়ে তার পারিবারিক অবস্থা ও সাফল্য তুলে ধরে ভোরের কাগজ পত্রিকায় জিপিএ ৫ পেয়েও রাজমিস্ত্রির কাজ করা কালীগঞ্জের তপন দাসের লেখাপড়া অনিশ্চিত শিরোনামে খবর প্রকাশিত হয়। যা অনেকের নজরে আসে। মেধাবী হতদরিদ্র তপনের লেখাপড়া চালিয়ে যেতে এখন ভর্তির সময়ে পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও সমাজসেবক ইমরান হোসেন। পৌর মেয়র সাইদুল করিম মিন্টু মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তপন দাসের বই কেনা বাবদ ৩ হাজার ও সোহেল ভর্তিবাবদ ১ হাজার এছাড়াও ইমরান হোসেন ২ হাজার নগদ টাকা তুলে দিয়ে তপন দাসের লেখাপড়ার অনিশ্চিয়তা খানিকটা দুর করেছেন। উল্লেখ্য, তপন দাসের ভূমিহীন বাবা হরেন দাস এক সময়ে ছিলেন মটর গাড়ি চালক। কিন্ত বয়সের ভার আর রোগাক্রান্ত হয়ে হারাতে বসেছেন দৃষ্টি শক্তি। ফলে এখন আর গাড়ি চালাতে পারেন না। মা সুমিত্রা দাস পরের বাসায় কাজ করেন। সাংসারিক এমন অভাবের মধ্যদিয়ে সারা বছর রাজমিস্ত্রির সহকারীর কাজ করে চালিয়ে গেছে নিজের লেখাপড়া। চলতি বছরে তপন কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুল থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে জিপিএ ৫ পেয়ে সকলকে চমকে দেয়। কিন্ত কিভাবে আসবে কলেজের লেখাপড়ার খরচ সে চিন্তায় পড়েছিলেন তপনের বাবা মা। কিন্ত ভর্তি ও বই কেনার টাকা পেয়ে সেই সকল দুশ্চিন্তা দুর হয়েছে। তপন দাসের পরিবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মাষ্টারপাড়ার মনো মোল্যার বাড়িতে ভাড়ায় বসবাস করেন। হতদরিদ্র মেধাবী তপন দাস জানান, এতোদিন বাড়িতে থেকে রাজমিস্ত্রির সহকারীর কাজ করেও লেখাপড়া চালিয়ে গেছি। কাজ করে অল্প কিছু টাকা জমিয়েছিলাম। বাকি টাকা কোথায় পাবো সেই চিন্তায় ছিলাম। আমার এমন প্রয়োজনের সময়ে যে সাহায্যটা পেলাম আমার খুব উপকারে আসলো। তপন দাসের মা সুমিত্রা দাস জানান, আমাদের নিজেদের কোন জায়গা জমি নেই। পরের জমি ভাড়া নিয়ে নিজেরা ঝুপড়ি ঘরবেধে বসবাস করছি। আমার আরও দুটি ছেলে আছে। তারাও দিনমজুর । পৃথক সংসার করছে। অভাবের সংসারে স্বামী কোন কাজ করতে পারেন না। আমিও অসুস্থ তবে বেঁচে থাকার তাগিদে এলাকার শ্যামল বিশ্বাসের বাসায় কাজ করি। ছোট ছেলে তপন দাস লেখাপড়া করে। সংসারের অভাবের তাগিদে এবং নিজের লেখাপড়ার খরচ যোগাতে তাকে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতে হয়। ছেলের লেখাপড়ার জন্য যারা আর্থিকভাবে সাহায্যের হাত বাড়ালেন আমাদের মত মানুষের জন্য এটা একটা বিরাট পাওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App