×

জাতীয়

শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন তুহিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৮ পিএম

শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন তুহিন

সম্মাননা গ্রহণ করছেন তুহিন

শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পেলেন সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিডিসমাচার২৪ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। বিডিসমাচার২৪ডটকমের সম্পাদক মু. মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল আমিন রুহুল, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার পলাশ প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, সততা মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে। সততা ও পরিশ্রম মানুষকে বড় করে তোলে। সংবাদকর্মীদের নানা চ্যালেন্স থাকা সত্ত্বেও সত্য তুলে ধরতে হবে। মনে রাখতে হবে আপনাদের এক একটি লেখায় সমাজের অসঙ্গতি দূর হবে। ফলে সকল চ্যালেন্সকে মোকাবেলা কওে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

চাঁদপুরের কৃতী সন্তান আবদুল হাই তুহিন এর আগেও কলম মিডিয়া এওয়ার্ডে ভূষিত হন। জগন্নাথ বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মেধাবী এ সাংবাদিক। পেশাগত জীবনে তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে শিক্ষার নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। এছাড়াও রিপোর্টারদের সর্বোচ্চ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে [ ডিআরইউ] কার্যনির্বাহী সদস্য পদ ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App