×

আন্তর্জাতিক

'মগজখেকো' অ্যামিবায় শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অ্যামিবায় আক্রান্ত হয়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সাপ্লাইয়ের পানিতে এই বিরল অ্যামিবার সন্ধান পাওয়ায় টেক্সাসে ইতোমধ্যে ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা জারি করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর ওই শিশু ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের অ্যামিবায় আক্রান্ত হয়ে মারা যায়। পরে তার এলাকায় সাপ্লাইয়ের পানিতে মগজ ধ্বংসকারী এই অ্যামিবার উপস্থিতি মেলে।

জোসিয়াহ ম্যাক্লানটায়ার নামের ওই শিশুর দাদা-দাদি জানায়, শহরতলির কাছে একটি পার্কের পানি থেকে সে এই অ্যামিবায় আক্রান্ত হতে পারে। কারণ সে অসুস্থ হওয়ার আগে ওই পার্কেই খেলতে গিয়েছিল।

‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এই অ্যামিবার সন্ধান এর আগে পাকিস্তানে পাওয়া যায়। ২০১২ সালে দেশটিতে এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়। ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অ্যামিবায় এখন পর্যন্ত ১৪৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মাত্র চারজন বাঁচতে পেরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App