×

আন্তর্জাতিক

বিশ্বসেরা বিজ্ঞান সিটির তালিকায় কলকাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫১ পিএম

বিশ্বসেরা বিজ্ঞান সিটির তালিকায় কলকাতা

কলকাতাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মমতা

নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি বিজ্ঞান শহরের (Science City) মধ্যে অবস্থান করে নিল ভারতের বেঙ্গালুরু ও কলকাতা। বিশ্বব্যাপী নেচারের ব়্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে রয়েছে বেইজিন, নিউ ইয়র্ক, বোস্টন, সান ফ্রান্সিস্কো এবং সাংহাই। এবার সে তালিকায় যুক্ত হলো এ দুই রাজ্য।

এর আগে ৯৩তে ছিল বেঙ্গালুরুর নাম। তবে এবার খানিকটা পিছিয়ে ৯৭ নম্বরে স্থান পেয়েছে বেঙ্গালুরু। এ ক্ষেত্রে সেরার নিরিখে উপরের দিকে উঠে এসেছে কলকাতা। ১২১ থেকে কলকাতা স্থান পেয়েছে ৯৯-এ। আপাতত এই তালিকায় মুম্বাই রয়েছে ১৩২-এ।

কী এই নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং, মোট ৫৮ জন নেচার বিশেষজ্ঞের মতে ৮২টি সেরা জার্নালের ফলাফলের ভিত্তিতেই এই ব়্যাঙ্কিং তৈরি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App