×

আন্তর্জাতিক

দ্বিতীয় ঢেউ সামলাতে কঠোর হলো নেদারল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩ এএম

দ্বিতীয় ঢেউ সামলাতে কঠোর হলো নেদারল্যান্ড

ছবি: রয়টার্স

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে নেদারল্যান্ডের অনেক বাসিন্দাকে প্রথমবারের মতো দোকানে যেতে হলে মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে।  দেশটিতে ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার মধ্যে এখন প্রতিদিনই ৩ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে নতুন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এসব চলমান থাকবে ৩ সপ্তাহ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, ভাইরাসটিও তার সর্বোচ্চ করছে।

মঙ্গলবার থেকে দেশটির তিন শহরের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। রাত ১০টার মধ্যেই রেস্টুরেন্ট ও বার বন্ধ করে দিতে হবে।

নতুন নিয়মে বাড়ি থেকেই সবাইকে কাজ করতে বলা হচ্ছে এমনকি বাড়ির ভেতরেও সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও তিনজনের বেশি থাকতে পারবে না। কোনো খেলার আয়োজনে ভক্তরা উপস্থিত হতে পারবে না।

গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলকই রয়েছে এখন থেকে দোকানে গেলেও মাস্ক পরতে হবে। মাস্ক পরা না থাকলে কাউকে দোকানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App