×

সারাদেশ

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির ঘটনায় আরো ৪ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৬ পিএম

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির ঘটনায় আরো ৪ জন গ্রেপ্তার

এনআইডি জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ৪ আসামি

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে এক ব্যক্তির শতকোটি টাকার জমি হাতিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আরও দুই আসামিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে আজ বিকেলে তাদের কুষ্টিয়া আদালতে প্রেরণ করে সিআইডি। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন খয়বার শেখ, রঙ্গিলা খাতুন, হারুন-অর-রশিদ ও হুর আলী। এর আগে একই মামলা ৭ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সুজিত কুমার ঘোষ জানান গত রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ৪ আসামির মধ্যে এজাহার নামীয় দুই আসামি খয়বার শেখ ও রঙ্গিলা খাতুনকে আদালতে নেয়া হয়েছে। তারা আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেবেন। গত ৩সেপ্টেম্বর কুষ্টিযা শহরের এনএস রোড এলাকার এমএমএ ওয়াদুদ নামে এক ব্যক্তির প্রায় শতকোটি টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র। পরে পুলিশ ১৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এক আসামির আদালতে দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের আর্থিক লেনদেনের বিষয় উঠে আসে। গ্রেপ্তার হন কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনসহ ৭জন। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ মামলাটি সিআইডিতে হস্তান্তর করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App