×

আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ, মৃত্যু ৮০ ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪ পিএম

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ, মৃত্যু ৮০ ছাড়াল

আজারবাইজান-আর্মেনিয়া-যুদ্ধ

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে তুমুল লড়াই চলছে। যুদ্ধের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারও আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাদের সংঘর্ষে কয়েক ডজন সেনা সদস্য মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতেও নাগোরনো-কারাবাখে সংঘর্ষে ২৬ সেনা নিহত হয়েছেন। জানা গেছে এ পর্যন্ত উভয় পক্ষেরই ৮০ জনের বেশি সেনা সদস্য এই যুদ্ধে মারা গেছেন।

[caption id="attachment_244369" align="alignnone" width="600"] আজারবাইন বাহিনী[/caption]

এদিকে এই যুদ্ধ আজারবাইজান-আর্মেনিয়ার পার্শ্ববর্তী দেশ রাশিয়া, তুরস্ক এবং ইরানের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন দেশ। তুরস্ক ইতোমধ্যে আজারবাইজানের পক্ষে সমর্থন জানিয়েছে। আর রাশিয়া, যাদের আর্মেনিয়ায় সামরিক ঘাঁটি রয়েছে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, একসময় আর্মেনিয়া ও আজারবাইজান– উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। তার পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী।

১৯৯১ সালে সোভিয়েতের পতনের পর, দুটি স্বাধীন রাষ্ট্র হয় আজারবাইজান ও আর্মেনিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App