×

সারাদেশ

এলজিইডির উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫২ পিএম

এলজিইডির উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদ
এলজিইডির উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদ

ঝিনাইগাতী-গুরুচরণ দুধনই পাকা রাস্তা। ছবি: প্রতিনিধি

এলজিইডির উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদ

দশআনী নদীর উপর নবনির্মিত সেতু। ছবি: প্রতিনিধি

এলজিইডির উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদ

ঝিনাইগাতীতে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।

এলজিইডির উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদ

নালিতাবাড়ি মরিচ পুরান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন।

শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০ বছরে নজর কাড়া উন্নয়ন হয়েছে। এসব নজর কাড়া উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদের জীবন যাত্রার মান। রাস্তাঘাট, সেতু, কালভার্ট, স্কুল, কলেজ, রাবার ড্যাম, স্লুইস গেট, রেগুলেটর ও বৃক্ষরোপণসহ বিভিন্ন অবকাঠামো খাতে উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের মধ্যে সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রোভমেন্ট প্রজেক্টের (আরটিআইপি-ওও) আওতায় ২৫টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

[caption id="attachment_244237" align="aligncenter" width="700"] দশআনী নদীর উপর নবনির্মিত সেতু। ছবি: প্রতিনিধি[/caption]

পাঁচটি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, বৃহত্তর ময়মনসিংহ পল্লী অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের (জিএমআরআইডিপি) আওতায় ৮১টি প্রকল্প, নর্দান বাংলাদেশ ইন্ট্রিগেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের (এনওবিআইডিইপি) আওতায় ২৪টি প্রকল্প, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো শীর্ষক প্রকল্প-২ (আইআরআইডিপি-২) এর আওতায় ৮৭টি প্রকল্প, জামালপুর ও শেরপুর জেলা প্রল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (জেএসপি) এর আওতায় ১০৭টি প্রকল্প, ইউনিয়ন পর্যায়ে কৃষক সেবা কেন্দ্র স্থাপন ও প্রযুক্তি সম্প্রসারণ পাইলট প্রকল্পের আওতায় ১টি প্রকল্প, শহর এবং ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প ( টিইউএলও) এর আওতায় ৯টি প্রকল্প, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জেএসআইডিপি) এর আওতায় ৬০টি প্রকল্প, ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এমআরআরআইডিপি) এর আওতায় ৫০টি প্রকল্প, বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (এফডিডিআরআইআরপি) প্রকল্পের আওতায় ৬টি প্রকল্প, গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প (ভিআরআরপি) এর আওতায় ৩টি, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ নির্মাণ (এমএসএসপি) এর আওতায় ২টি, উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউটিএমআইডিপি) এর আওতায় ১টি, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআইডিপি) উন্নয়ন প্রকল্পের আওতায় ৫টি, সারাদেশে পুকুর, খাল খনন উন্নয়ন শীর্ষক (আইপিসিপি) প্রকল্পের আওতায় ১টি, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিট শীর্ষক (আইডব্লিউআরএম) প্রকল্পের আওতায় ২টি, উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প (সিবিইউ) প্রকল্পের আওতায় ৩টি, প্রোগ্রাম ফর কার্পেটিং রুরাল ব্রীজেস নির্মান শীর্ষক (এসইউপিআরবি) প্রকল্পের আওতায় ২টি, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শীর্ষক (পিইডিপি) প্রকল্পের আওতায় ৩টিসহ মোট ৫১৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজের মধ্যে ৪০২টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে গেছে।

[caption id="attachment_244239" align="aligncenter" width="700"] ঝিনাইগাতীতে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।[/caption]

এসব প্রকল্পের মধ্যে পল্লী সেক্টরে সড়ক পাকাকরণ করা হয়েছে ৬৯৪ কি.মি., নগর সেক্টরে সড়ক পাকাকরণ করা হয়েছে ১৩০.৭ কি.মি., পল্লী সেক্টরে ১০০ মিটারের বড় সেতু ৭টি, নগর সেক্টরে সেতু/কালভার্ট নির্মাণ ৩৫৫টি, পল্লী সেক্টরে সেতু কালভার্ট নির্মাণ ৩৫৬৬ মিটার, নগর সেক্টরে ফুটপাথ নির্মাণ ৩কি.মি., পল্লী সেক্টরে ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা ৭৫০ হেক্টর, নগর সেক্টরে ড্রেন নির্মাণ ২৯.৩৭ কি.মি., পল্লী সেক্টরে গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন ২০টি, নগর সেক্টরে সড়ক মেরামত ১৯ কি.মি., পল্লী সেক্টরে উপজেলা কমপ্লেক্স নির্মাণ সম্প্রসারণ ৪টি, নগর সেক্টরে সড়ক মেরামত ১৯ কি.মি., পল্লী সেক্টরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ ২১টি, সাইক্লোন সেন্টার নির্মাণ ৪টি, বৃক্ষ রোপণ ৭৯ কি.মি., নগর সেক্টরে বৃক্ষরোপণ ১১ কি.মি., পল্লী সেক্টরে প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো ৪৫৬টি, স্লুইসগেট/রাবার ড্যাম/ রেগুলেটর ৭টি, খাল খনন ১০ কি.মি., উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান ৪টি, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস ৫২টি, সড়ক রক্ষনাবেক্ষন ১৮৩ কি.মি.।

[caption id="attachment_244250" align="aligncenter" width="700"]
নালিতাবাড়ি মরিচ পুরান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন।[/caption]

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়ক, সেতু, কালভার্ট ও রাবার ড্যাম নির্মান হওয়ায় সড়ক যোগাযোগে স্বচ্ছলতার পাশাপাশি কৃষি ক্ষেত্রে হয়েছে কল্পনাতীত উন্নয়ন। এতে গ্রামীণ জীবন যাত্রার উন্নয়নের পাশাপাশি ফিরে এসেছে গ্রাম বাংলার মানুষের প্রাণ।

শেরপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শামসউদ্দিন আহমেদ বলেন, এসব প্রকল্পের ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নতুন করে কিছু কাজ হাতে নেয়া হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে গ্রামীণ জীবন যাত্রার চলমান ধারা আরো গতিশীল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App