×

সারাদেশ

আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৯ পিএম

আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নদী দিবস উপলক্ষে আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখা ও পাখিমারা পানি জাদুঘর এ কর্মসূচীর আয়োজন করে।

এ মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, প্রভাষক কৃষিবিদ বিধান চন্দ্র সাহা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কলাপাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শাহাদৎ হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদিক অমল মুখার্জী, মিলন কর্মকার রাজু, গৌতম চন্দ্র হাওলাদার, রাসেল মোল্লা, ছগির হোসেন, ইমন আল আহসান ও আলমগীর সিকদার প্রমুখ। বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল-দূষণ মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও ভরাট রোধে খননের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App