×

রাজনীতি

ভোটগ্রহণ বাতিলের দাবি বিএনপি প্রার্থীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ পিএম

ভোটগ্রহণ বাতিলের দাবি বিএনপি প্রার্থীর

হাবিবুর রহমান হাবিব।

পাবনা-৪ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

হাবিবুর রহমান হাবিব বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হতে পারে না, তাই ভোট দিতে যাইনি। যে ভোট হচ্ছে, ভোটকেন্দ্রে তো ভোটারই নাই। ভোট বর্জন করিনি। ভোটই তো হচ্ছে না, বর্জন কিসের।

অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুর গুলিবর্ষণের ঘটনার দুটি মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাই ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দেয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App