×

খেলা

বড় ঝামেলায় পড়ল ব্রাজিল দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম

বড় ঝামেলায় পড়ল ব্রাজিল দল

নেইমার, ফিলিপে কুতিনি ও ও গাব্রিয়েল জেসুস/ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ কিছু দেখার অপেক্ষায় ব্রাজিল দল, তার আগেই বড় ঝামেলায় পড়ল ব্রাজিল, এমন দুঃসংবাদ পেতে হবে বা ব্রাজিল দলের আক্রমণে ত্রিফলা মানা হবে না তা কেউ চিন্তা করতে পারেনি। ব্রাজিল দলের আক্রমণের ত্রিফলা মানা হয় নেইমার, ফিলিপে কুতিনিও ও গাব্রিয়েল জেসুস, অর্থাৎ মূল স্ট্রাইকার জেসুস চোটে পড়েছেন। ব্রাজিল স্ট্রাইকার জেসুসের চোটে রিতিমতো কপালে চিন্তার ভাঁজ বাড়লো ব্রাজিল কোচ তিতের!

মার্চে শুরু হওয়ার কথা থাকলেও দক্ষিণ আমেরিকান অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব পিছিয়ে গেছে করোনাভাইরাসের ধাক্কায়। মাঝে জুনে আর্জেন্টিনা-কলম্বিয়ায় কোপা আমেরিকা হওয়ার কথা ছিল, সেটিও গেল এক বছর পিছিয়ে। করোনার বাধাকে এক পাশে রেখে অবশেষে আগামী মাসে শুরু হতে যাচ্ছে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। সেখানে ৯ অক্টোবর নিজের মাটিতে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ব্রাজিলের, চার দিন পর ম্যাচ পেরুর বিপক্ষে পেরুর মাটিতে।

জেসুসের চোটটা কী, কতটা গুরুতর, তার কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন কিংবা তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু হয়েছে ম্যান সিটির, সে ম্যাচে ৯০ মিনিট খেলেছেন জেসুস। শেষ মুহূর্তে গোলও করেছেন। কিন্তু ওই ম্যাচের পরই ২৩ বছর বয়সী স্ট্রাইকারের চোট ধরা পড়েছে বলে জানা গেছে। জানা গেছে, স্ট্রাইকার জেসুসের পরিবর্তে এরই মধ্যে হার্থা বার্লিনের ২১ বছর বয়সী ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়াকে ডেকেছেন তিতে।

‘বুধবার ইংলিশ ক্লাবটি ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমারের সঙ্গে যোগাযোগ করেছে, জানিয়েছে যে সোমবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের পর (জেসুসের) চোট ধরা পড়েছে’—ব্রাজিলের ফুটবল ফেডারেশনের (সিবিএফ) বিবৃতি। স্কাই স্পোর্টস জানাচ্ছে, তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে জেসুসকে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজে টুইটারে শুধু লিখেছেন, ‘শিগগিরই ফিরে আসব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App