×

সারাদেশ

তরুণীর শ্লীলতাহানীর ‘দাম’ ৫০ হাজার টাকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৬ পিএম

তরুণীর শ্লীলতাহানীর ‘দাম’ ৫০ হাজার টাকা!

শ্লীলতাহানি

পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া দিয়ার পাড়া গ্রামে তরুণী শ্লীলতাহানির চেষ্টায় আটক ২ যুবককে গ্রাম্য শালিশে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে। এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে দিয়ার পাড়া গ্রামের বাবলু হোসেনের মেয়ে বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় চরপাড়া গ্রামের মৃত মজম প্রামাণিকের ছেলে জনি (৩০) ও ময়লাল প্রামাণিকের ছেলে আকতার হোসেন (৪৫) তরুণীর শ্লীলতাহানীর চেষ্টা চালায়। তরুণীর চিৎকারে আশেপাশের এলাকাবাসী এসে জনি ও আকতারকে আটক করে। পরে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে রাতে সালিশ বৈঠকে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে পরিষদ। এ ব্যাপারে গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, পরিষদে সালিশ শেষে তরুণীর হাতে জরিমানার ৪০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে। আর ১০ হাজার টাকা পরিষদের খরচ বাবদ রাখা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, কোনো উপজেলা পরিষদ বা চেয়ারম্যান শ্লীলতাহানীর সালিশ করতে পারেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App