×

সারাদেশ

ডিমলায় টানা বর্ষণে বন্যায় ৬ হাজার পরিবার পানিবন্দি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৫ পিএম

ডিমলায় টানা বর্ষণে বন্যায় ৬ হাজার পরিবার পানিবন্দি

টানা বর্ষণে প্লাবিত বিস্তৃর্ণ এলাকা। নদী ভাঙন আতঙ্কে সরিয়ে নেয়া হচ্ছে ঘর বাড়ি।

নীলফামারীর ডিমলায় গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৭ টি ইউনিয়নে অসময়ে বন্যা দেখা দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিস্তা নদীর পানি কমে তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে অতি বৃষ্টির কারণে তিস্তা নদী বেষ্টিত খগাখড়িবাড়ী, পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছচাপনী, পশ্চিম ছাতনাই ও পূর্বছাতনাই ইউনিয়নের বসত বাড়ি ও আবাদি জমি তলিয়ে গিয়ে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় সরকারি হিসেব অনুযায়ী ২০ টি গ্রামের ৫ হাজার ৯শ টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে বাড়িতে পানি ওঠায় বসত বাড়ির ঘর অন্যত্র সড়িয়ে নিয়ে যাচ্ছে। ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক জানান, ইতিমধ্যে পানিবন্দি পরিবার গুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ৪৭ দশমিক ৩শ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও ৫০ মেট্রিকটন চাল ও ৫শ প্যাকেট শুকনো খাবারের বরাদ্দ পাওয়া গেছে। যা বন্যা দূর্গতদের মাঝে পয্যায়ক্রমে বিতরণ করা হবে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, টানা বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দেয়ায় তিস্তা নদী বেষ্টিত কিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে বন্যা এলাকা পরিদর্শন করে পানিবন্দি পরিবার গুলির মাঝে সরকারের দেয়া বরাদ্দকৃত ত্রান বিতরণসহ সার্বক্ষনিক খোজ খবর রাখা হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ব্যারাজ পয়েন্টে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও। শনিবার সকাল থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করে। শনিবার বিকেল পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৫০) ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আমরা সতর্ক অবস্থায় রয়েছি এবং ডালিয়া তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট (৪৪) খুলে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App