×

সারাদেশ

স্বঘোষিত খুনি এখন প্রকাশ্য রাজনীতিতে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৪ পিএম

স্বঘোষিত খুনি এখন প্রকাশ্য রাজনীতিতে!

জিল্লুর রহমান রিন্টু

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুকে গেল ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। সিংহঝুলি শহীদ মসিয়ুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রকাশ্য হত্যাকাণ্ডের দুদিন পর ২৮ সেপ্টেম্বর চৌগাছা থানায় মামলা করা হয়। মামলায় আসামি শামীম যশোর জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার খুনি। স্বঘোষিত খুনি শামীমের বিরুদ্ধে ৫টির বেশি হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, মারামারিসহ ডজনখানেক মামলা এবং আরো ডজন খানেক জিডি রয়েছে। একটি অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত শামীম আইনশৃঙ্খলা বাহিনীর চাপে গেল ২২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে। তবে অল্প কিছুদিনের মধ্যেই উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। শামীম বর্তমানে আওয়ামী লীগের এক প্রভাবশালী জনপ্রতিনিধির প্রভাবে চৌগাছায় নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, নিজেকে আওয়ামী লীগ নেতা ঘোষণা দিয়ে বিল দখল করে মাছ চাষ, বাওড়ের জায়গা দখল করে অবৈধভাবে বালি উঠানোসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালী জনপ্রতিনিধির সরাসরি পৃষ্ঠপোষকতার কারণে প্রশাসন এ ব্যাপারে নীরব থাকায় আজও ছাত্রলীগ নেতা মিন্টু হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে খুনি শামীমের ব্যবহৃত সেই শর্টগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়নি। যে কারণে মিন্টু হত্যা মামলাটি আজও বিচারাধীন। জিল্লুর রহমান মিন্টু চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বারের চেয়ারম্যান এবং যশোরের স্বনামধন্য সাংবাদিক মরহুম আতিউর রহমানের ছেলে। শনিবার (২৬ সেপ্টেম্বর) তার হত্যাকাণ্ডের সাতবছর পূর্ণ হবে। তার পরিবার মিন্টুর খুনির বিচার দাবি করেছেন। শনিবার মিন্টুর সপ্তম হত্যা বার্ষিকীতে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে মিন্টুর কবর জেয়ারত দিয়ে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হবে। চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু তার বড় ভাই মিন্টুর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App