×

সারাদেশ

নবীগঞ্জে বিপুল অবৈধ পলিথিন জব্দ, জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩২ পিএম

নবীগঞ্জে বিপুল অবৈধ পলিথিন জব্দ, জরিমানা

অভিযানে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছ প্রশাসন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন প্রশাসন। একই সাথে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিনের নেতৃত্বে উপজেলার ইনাতগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন এর নেতৃত্বে ও র‌্যাব-৯ এর কমান্ডার আহমেদ নোমান জাকির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট মো: ছানোয়ার হোসেনের সহযোগিতায় ইনাতগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফজর স্টোরে (দোকান ও বাসা) থেকে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তখন প্রায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App