×

জাতীয়

ক্যাসিনোর সাড়ে ১৩ কোটি টাকা পাচারের প্রমাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫২ পিএম

ক্যাসিনোর সাড়ে ১৩ কোটি টাকা পাচারের প্রমাণ

ক্যাসিনো হোতা সেলিম প্রধান

অনলাইন ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সেলিম প্রধানসহ পাঁচজনের বিরুদ্ধে গুলশান থানায় হওয়া মামলা অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশের আপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে উপার্জিত প্রায় সাড়ে ১৩ কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। সিআইডির গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি জিসানুল হক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা নিজ দখলে রাখার অপরাধে গেল বছরের ২ অক্টোবর গুলশান থানায় একটি মামলা হয়। পরের দিনই মামলাটির তদন্তের দ্বায়িত্ব বুঝে নেয় সিআইডি। তদন্ত শেষে গেল ২০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন সিআইডি ফাইন্যানশিয়াল বিভাগের ইন্সপেক্টর মো. শহীদুল ইসলাম খান।

তদন্তে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে উপার্জিত অবৈধ ১৩ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ১৪৬ টাকা পাচারের প্রমাণ মিলেছে। এছাড়াও আসামি সেলিম প্রধানের ৬ কোটি টাকার ২টি চেক উদ্ধার সহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও থাইল্যান্ডে ১টি বাগান বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে।

সিআইডির গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি জিসানুল হক জানান, আসামিদের ৮৩টি ব্যাংক একাউন্টের তথ্য সংগ্রহ এবং ফ্রিজ করা হয়েছে। আর অভিযানের দিন বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখের র‌্যাব জব্দ করেছিল তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

সেলিম প্রধান ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- আখতারুজ্জামান, রোমান, আরিফুর রহমান ওরফে সীমান্ত আরিফ, চৌধুরী গোলাম মাওলা ওরফে শাওন ও ইউংসিক লি। এ ঘটনায় বিদেশি নাগরিক ইউংসিক লি ছাড়া বাকিরা গ্রেপ্তার রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App