×

শিক্ষা

অটো প্রমোশন নয়, তৈরি হবে মূল্যায়নের গাইডলাইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৪ পিএম

অটো প্রমোশন নয়, তৈরি হবে মূল্যায়নের গাইডলাইন

ছবি: সংগ্রহ

শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রায় আড়াইঘণ্টা ব্যাপী যে বৈঠক করলেন তাতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বাক্যও খরচ করলেন না। এর ফলে চলতি বছরের উচ্চ মাধ্যমিক আদৌ হবে কি না তা নিয়ে ধন্দেই রইলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বৈঠকে চেয়ারম্যানরা চলতি বছরের বাতিল হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ভর্তি নিয়ে বহু কথা বললেও সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওপর চাপিয়েছেন। বৈঠক সূত্র ভোরের কাগজকে এসব কথা জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে প্রায় ৫টা পর্যন্ত আন্তঃবোর্ড চেয়ারম্যানদের এই বৈঠক ঢাকা শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানদের এই বৈঠককে ঘিরে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রত্যাশা ছিল-চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যাবে। কিন্তু বৈঠকে এনিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকে বাতিল হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষার সার্টিফিকেট কীভাবে দেয়া হবে, বোর্ড দেবে না শিক্ষা প্রতিষ্ঠান দেবে, জেএসসি বাতিল হলেও নবম শ্রেণিতে উঠার জন্য মূল্যায়নের কৌশল কী হবে-এসব নিয়েই বেশি আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে আলোচনা হলেও চেয়ারম্যানরা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। মূল্যায়নের কৌশল নির্ধারণের জন্য একটি গাইডলাইন তৈরির দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ পরীক্ষা সংস্কার উন্নয়ন ইউনিটকে (বেডু)। বেডু গাইডলাইন তৈরির পর শিক্ষামন্ত্রীর কাছে সিদ্ধান্তের জন্য পাঠানো হবে। সেখানে সিদ্ধান্ত হলে জাতিকে জানানো হবে। একাদশ শ্রেণিতে প্রথম দুই ধাপের ভর্তি প্রক্রিয়া ভালোয় ভালোয় শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন চেয়ারম্যানরা। সামনে তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। জানতে চাইলে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল ভোরের কাগজকে বলেন, যেখানে শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ থেকে ২০ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে এই পরীক্ষা নিয়ে কোনো আলোচনা বা নতুন করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই। একারণে চেয়ারম্যানদের বৈঠকেও এনিয়ে কোনো কথা হয়নি। বৈঠকের বিস্তারিত জানতে তিনি আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মু জিয়াউল হক বলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে মূল্যায়ন করবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এর জন্য প্রতিষ্ঠানগুলোকে গাইডলাইন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো। আর গাইডলাইন তৈরির দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ পরীক্ষা সংস্কার ইউনিটকে যা বেডু নামে পরিচিত। তিনি বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা করোনা ভাইরাস মহামারির কারণে চলতি বছর হচ্ছে না। পরীক্ষার্থীদের স্ব স্ব পদ্ধতিতে মূল্যায়ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। কিন্তু কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়ে গাইডলাইন বা নীতিমালায় সুস্পষ্টভাবে জানানো হবে। প্রতিষ্ঠানগুলো সে অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে গত ১৫ মার্চ ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে। তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের সব শিক্ষকই চেনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বিষয়ে মাউশি থেকে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App