×

খেলা

ধোনির দোষেই হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫২ পিএম

ধোনির দোষেই হার

ধোনি ও গৌতম গম্ভির/ফাইল ছবি

রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাইয়ের হারের পেছনে ধোনিরই বড় দায় দেখছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া এই অধিনায়ক রীতিমত ধুয়ে দিয়েছেন চেন্নাই দলপতিকে।

'ক্রিকইনফো'র সঙ্গে আলাপে ধোনিকে নিয়ে গম্ভীর বলেন, ‘সত্যি করে বলতে আমি বেশ অবাক হয়েছি। এমএস ধোনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামলো? তার আগে পাঠাল রুতুরাজ গাইকওয়াদ, স্যাম কুরানকে। এর কোনো মানে দেখি না আমি। বরং তার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেয়া। একে সামনে থেকে নেতৃত্ব দেয়া বলে না। ২১৭ তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং? ম্যাচটা তখনই শেষ। ফাফ (ডু প্লেসিস) শুধু একাই লড়েছে।’

রাজস্থানের বিপক্ষে ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে যেমনভাবে দায়িত্ব নেয়া দরকার, ধোনি সেভাবে নিতে পারেননি। বরং সাত নম্বরে নেমে সমালোচনার ভাগ নিতে হচ্ছে তাকে। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে। চেন্নাই হেরেছে ১৬ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App