×

খেলা

ওসাকার পথে হাঁটলেন বিয়ানকা আন্দ্রেসকু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম

ওসাকার পথে হাঁটলেন বিয়ানকা আন্দ্রেসকু

বিয়ানকা আন্দ্রেসকু

ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কানাডিয়ান টেনিস সুন্দরী বিয়ানকা আন্দ্রেসকু। আর এর মাধ্যমে নাওমি ওসাকার পথে হাঁটলেন বিয়ানকা। ২০২০ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ওসাকা। ইউএস ওপেন জয়ের পর তিনি চেয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনেও লড়বেন এবং শিরোপা জয় করবেন। কিন্তু ইনজুরি তার সেই স্বপ্ন শেষ করে দিয়েছে। ইনজুরির কারণে আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। ইউএস ওপেনে খেলার সময়ই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন ওসাকা। তাতেও কষ্ট করে তিনি ইউএস ওপেনে শেষ পর্যন্ত লড়ে গিয়েছিলেন। ফলে শিরোপা নিয়েই বাড়ি ফিরতে পেরেছিলেন তিনি।

এদিকে বিয়ানকা আন্দ্রেসকু যে শুধু ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তা নয়। কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া ইউএস ওপেনেও খেলেননি তিনি। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনেও খেলেননি তিনি। মূলত ২০১৯ সালে ইউএস ওপেনের শিরোপা জয়ের পরই টেনিস কোর্ট থেকে দূরে আছেন তিনি। ইনজুরির কারণে তাকে বাধ্য হয়ে দূরে থাকতে হয়েছে। আর যেহেতু বাকি গ্র্যান্ডস্ল্যাম গুলোতে তিনি কোর্টে নামতে পারেননি তাই এই বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামটিতেও তিনি আর অংশ নিতে চান না। ভালোভাবে সুস্থ হয়ে তবেই তিনি নামতে চান। মেয়েদের টেনিস র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা বিয়ানকা এ ব্যাপারে বলেন, ‘এই সিদ্ধান্তে আসাটা কম কষ্টদায়ক ছিল না। তবে আগামী বছর অনেক সুযোগ আছে। তাছাড়া অলিম্পিকও রয়েছে। তাই এই সময়টায় নিজের খেলা ও স্বাস্থ্যের দিকে পুনর্মনোযোগ দিতে চাই। যাতে আরো শক্তিশালী হয়ে ফিরতে পারি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App