×

আন্তর্জাতিক

অক্টোবরের প্রথম সপ্তাহেই খুলে যাচ্ছে কাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩ পিএম

আগামী ৪ অক্টোবর থেকে সীমিত পরিসরে ওমরাহ হজ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি সরকার। করোনাভাইরাস মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর অবশেষে হজের জন্য খুলে দেয়া হচ্ছে কাবা। তবে প্রাথমিক অবস্থায় দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করতে পারবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

এসপিএ বলছে, এমনিতেই দৈনিক ২০ হাজার জনের ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও আপাতত এর ৩০ শতাংশ, অর্থাৎ দেশটিতে বসবাসকারীদের মধ্যে থেকে দিনে ছয় হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে।

এরপর ১ নভেম্বর থেকে বিভিন্ন দেশের মুসলিমদেরকেও ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। তখন দৈনিক শতভাগ ধারণক্ষমতার মানুষ ওমরাহ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App