×

জাতীয়

রোহিঙ্গা ইস্যু নিয়ে স্পিকার ও জার্মানিস্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের আলোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৪ পিএম

রোহিঙ্গা ইস্যু নিয়ে স্পিকার ও জার্মানিস্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের আলোচনা

ড. শিরীন শারমিন চৌধুরী ও মোশাররফ হোসেন ভূঁইয়া

ইউরোপীয় ইউনিয়নে বড় দেশ হিসেবে জার্মানির প্রভাব প্রবল মন্তব্য করে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, এজন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যের প্রসারে কাজ করতে হবে। এসময় জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, বাণিজ্য প্রসার ছাড়াও রোহিঙ্গা ইস্যুতেও জার্মান সরকারের সহযোগিতায় তিনি কাজ করবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্পিকারের সঙ্গে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করলে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও দেশে জার্মানির বিনিয়োগ বৃদ্ধি, সংসদীয় মৈত্রী গ্রুপর মাধ্যমে দুই দেশের সম্পর্কন্নোয়ন বিষয়ে আলোচনা করেন। মোশাররফ হোসেন ভূঁইয়া বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যের প্রসার এবং বাংলাদেশে জার্মানির বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App